বিলয় বিষাণ বেজে একদিন ভাঙবে নিঝুম।
এ ভূগোল কেঁপে উঠে, বলে দেবে, অতীতের দায়,
শিকড় গুটিয়ে নেবে গুরুভার শিলা অতিকায়,-
পাতাল কুহর থেকে প্রকাশিবে গোপন জুলুম।
দেখে নিও, একদিন ভেঙ্গে যাবে পৃথিবীর ঘুম,
ধ্বসে যাবে জুম ক্ষেত,- মিশে যাবে আকাশ সীমায়।
হলুদ আগুন শিখা জ্বেলে দিয়ে সবুজ পাতায়,-
ছাই হবে- খুব ভোরে ফুটে ওঠা, অতসী কুসুম।


কারে তুমি ঘৃণা করো? কারে দাও হৃদয়ের সুধা?
কারে দাও মিছে আশা, কারে করো বেদিতে নিবেশ,-
সকলি তোমার দেনা, লব্ধি শুধু- লালসার ক্ষুধা।
এ জাহানে চরাচর- ভ্রমে ভরা একটা নিমেষ,
যা তোমার মিতি ভবে ক্ষণিকের আলেয়ার ধাঁধা,-
একটা প্রদোষে হবে- ঝলমলে মেহেফিল শেষ।


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+১০)