কিসের টানে বার বার ফিরে আসি,
চঞ্চল মন কোথায় যেন নিথর পড়িয়া রয়।
হাতে নিয়ে হাঁটি ফিতা ছেড়া চটি
না ফোটানো ছাতা জলে মাখা মাটি
জলেই ধুইয়া যায়।
আধেক বৃষ্টি আধেক রৌদ্র
মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি।
ওগো তাহার মতন আছো কি কেহ
মুখে হাসি চোখে জল।


সে যে কি অপরূপ ছল!


ফিরিয়ে দাও সেই ক্ষন, যেখানে আমার ভুল,
আমি আর একটিবার পথ চলবো
যে পথের শেষে সাদা নীলে একাকার।
যেখানে বৃষ্টি ভেজা দিন, জলে ভেজা
দুই শালিকের বৃষ্টি মাখামাখি,
রিকশাওয়ালা থামবে নাকো আর।
যে পথে হারাবার ভয় নেই, নেই টাকার দখলদারি,
“এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো…”
আর ফিরবো নাকো বাড়ি।