রোজকার রাতে গুনি আকাশের তারা;
এ বেলায় ভাবি যাবে কেমনে ও বেলা!
হাভাতের থালা খেলে নিয়তির খেলা;
দিনের - যোগানে ভাসে ভুখার কিনারা!
বুঝি না রাজার - নীতি, নেতার ইশারা,
ঘরের দাওয়াই চির দৈন্যের কাফেলা;
পালা করে এসে ভাঙ্গে হাঘরের চালা,-
জলের দামেই দেশ; দিয়েছি ইজারা।
লুট হয়ে বার বার আগামীটা খুঁজি,
ভাবি মোরা এই বুঝি মিলবে জবাব!-
(দীনতার স্বরলিপি তোমাদের পুঁজি।)
স্লোগানে স্বপন বোনা অভাবী-স্বভাব;
জানিনা দেশের মায়া, কি’বা ভোগ-বাজি!
বিকে যায় আমরাও, গায় অনু-ভাব!



শব্দ ব্যাখ্যা:
অনু-ভাব > মাহাত্ম্য অর্থে


(মিল্টনিক সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)