আজকের সকালটা নীরবতা আঁকা,
এখনো ছাড়েনি রবি গায়ের চাদর।
দেহলি-তে জমে ওঠা নতুন খবর;
বে-খবর প্রতিদিন, আলগোছে থাকা।
ছিপ-ছিপে ডানা মেলা ধবল বলাকা-
আমার দেহলি পরে রাখেনা নজর।
এখনি উঠবে জেগে বিরান শহর;
নিশাচর জ্বেলে নেবে শেষের শলাকা।


ও-পাড়ার আকাশটা খানিকটা নীল।
হয়তো, ফুলের দল ছেড়েছে বসন,
রাত জাগা এ-পাড়াটা; ঘুমের অমিল।
ভাসা ভাসা দু’চোখের বিমূর্ত স্বপন-
ওস মাখা দূর্বা ঘাসে বেরঙে বর্ণীল;
আজকের সকালটা, আমার মতোন।


শব্দ ব্যাখ্যা:
দেহলি > বারান্দা
ওস > শিশির


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)