দাদুর হাতের একতারাতে
মারছি টোকা দিনে রাতে,
মামা দেখি খোস মেজাজে
ধরলো সা- পা- সা;
মামী দেখি খুন্তি ফেলে
বাঁধছে ঘুঙুর দুই পা মেলে
পাড়ার লোকে কান পেতে রয়
তাক ধিনা ধিন ধা-
আমি এবার বেজায় যোশে
তার বেঁধেছি তেতাল্লিশে,
কটাস্ হলো টোকা দিতেই!
আহা! আজব তামাশা!