এখনো দেখি, শেষের আলোয় ধুসর মলিন গোধুলী বেলায়,
রাখালের বেণু ছুঁয়ে ভেসে যায় পিয়া বিরহী সকরুণ সুর-
এখনি নামিবে সন্ধা ঢালিবে অর্ঘ্য যামিনীর পায়।
এইটুকু বুকের শূন্যতা থেকে বুঝি কতখানি ছিল তার বসবাস।
প্রাণহীন খোলস জীবন, নির্জীব জীবিত থাকা, এ আমার ব্যথার অমনিবাস।
প্রণয়ের একচেটিয়া হাটে আমি দেউলিয়া এক ব্যাপারি,
ভালবাসা বিকিয়ে গেছি শুধু, মূল্য হিসেব রাখিনি।
যারে দেখি, কারে যেন খুঁজে চলে খেচরের চোখ,
বৃষ্টির স্বাদে চাতকেরও প্রতীক্ষা ফুরায়,
ফুরায় সাগরে মিশিবার আগে তটিনীর শোক।
এসো হে জীবন এসো এসো প্রাণে এসো,
আছে বাকি এখনো স্বপন আছে প্রাণের স্পন্দন,
বধিবার তরে শূন্য বুক এখনো পাতা আছে,
এখনো জাগে শিরায় শিরায় শোণিতে শোণিতে রণ আন্দোলন।