জলধি পাড়ি-র দাবি লইয়া মান্দাস;-
উবে যাবে চিটা সম কুলোর বাতাসে।
পর-মঙ্গল গর্হণে তোমার কি আসে!-
বেল পাকে শাখী-কুটে কোকিল উদাস।
আচরণে সাধু-সন্ত তব বেশ-বাস,
শিশা-গৃহে বসবাস আপন বিশ্বাসে;
ঢিল ছোড়া দিবা-নিশি পরের আবাসে,
বক-দেহে কালো রোঁয়া তোমার তাবাস।


যদি হয় জীবনের এমন যাপন;
পর-চর্চা, পর-হানি, অপ্রিয় ইশারা;
কে বা রবে নিজ জন - কে হবে আপন!
পর-ত্রুটি নিজ মনে রাখিও গোপন,
পর-সুখে সুখী বীজ করিও বপন,-
শাখী হবে মন-নেমি - কুসুম নিহারা।


শব্দ ব্যাখ্যা:
মান্দাস > কলার ভেলা
তাবাস > অন্বেষণ করা
মন-নেমি > মনের পরিধি


( পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব-বিন্যাস: ৮+৬ )