নুয়ে পড়া গাছটির পাতাহীন শাখা,-
অবশেষে চুকিয়েছে তুফানের দাবি!
ক্ষয়ে যাওয়া, ভরে ওঠা যতো কিছু সবি;
বাকলের ভাঁজে ভাঁজে সযতনে রাখা।
সোজা করে কশেরুকা, উঁচু করে শাখা;
তারাদের - অনুরাগে এঁকেছিল ছবি।
আকাশটা ছুঁয়ে দিতে ছাড়িয়ে অটবি;
শিকড়ের কমজোরি হয়নিকো দেখা!


মুশায়রা মাহফিলে ঝাড়-বাতি-তলে;
কোন এক সাকি ঢালে পেয়ালায় সুরা,-
ফেলে আসা পেছনের খেরো খাতা খুলে।
(এসেছে প্লাবন কভু নিদাঘের খরা),
বেলোয়ারি খেয়ালীরা ভাসে ঘন-দলে,-
বারি-রূপে ফিরে আসে, ভাবনার জরা!



শব্দ ব্যাখ্যাঃ
অটবি > বন
মুশায়রা > কবিদের সভা
জরা > ভুল অর্থে


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)