আজব ফিকির বন্ধু! স্তব্ধ করা কল,
গুপ্ত-তত্ত্ব রাষ্ট্র হলে নব্য তত্ত্ব জারি,
শল্য ছাড় অংশু বেঁধে বড্ড ঝকমারি!
ছাই চাপা দাও মৎস, স্থলে ফেল জাল।
পিত্ত-রসে আত্মা রাঙো, হাস্য-রস-ছল,-
বুদ্ধি ছাড় দুষ্ট-কূটে; যন্তর-মন্তরি,-
যোগ্য ওঝা পথ্য দিলে “এখন কি করি!”
মহাগুরু তুষ্ট হ’লে বৃদ্ধি-বক্ষ-বল।


জলাধারে জল-কেলি! মহাগুরু কয়;
“অম্বুধির নামে আছে লক্ষ কড়ি দেনা,
নিজ ধন নিজ নামে ঊর্ধ্ব থেকে কেনা”।
গাধা যত চলে আগে; অশ্ব পিছে রয়।
বাহারি বরণ কলা - বংশগত ঢং, -
চোখের জল ভাগ্যিস - দেখায় না রং!



শব্দ ব্যাখ্যা:
ফিকির > কৌশল
রাষ্ট্র > প্রচার
শল্য > তির
অংশু > সুতা
যন্তর-মন্তর > কলে-কৌশলে


( মিলটনিক, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬ )