দিয়েছ যা, বাকি পথে মনের খোরাক,
অফুরান অবসর আর নিঃসঙ্গতা;
জেগে আছি আমি আর এই বিষণ্ণতা,-
প্রখর বেদনা জ্বালা যতই পোড়াক।
কন্ঠছেড়া আর্তনাদ আগুন ঝরাক,
আঁখি নীরে ভিজে যাক নয়নের পাতা,-
বিষে বিষে ভরে যাক কবিতার খাতা,
চারিপাশে ঘনঘোর তমসা ছড়াক।


হে বিধাতা ধৃতি দিও হৃদয়ে নেবার!
দিয়েছ যা উপহারে, যা তোমার সাধ,
সয়ে গেছে শীলাসম হৃদয়ের ভার।
তকদীরে মুছে দিও সকল বিষাদ,-
বিভেদের জ্বালা কভু না আসে আমার,
নাও তুমি অধমের- এই ফরিয়াদ।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব- ৮+৬)