তুষার কণায় ঢাকা পাইনের সারি
ছবি হয়ে আছে ঠাঁয় হিমের পরশে;
পাথুরে ফাটল গলে সায়র তিয়াসে-
বিন্দু হয়ে জমে গেছে গিরি-ধারা-বারি।
তোমারেই বলি ওগো পাহাড়ী দুলারি,
তুলে নাও কিছু তার আশু ভালবেসে;
গলে যাক অনুরাগে অধর আতশে;
ফসিল হৃদয়-দানে ভরে নাও থারি।


যেখানে সতত এসে তুষারের ঝড়,
জমে গেছে হৃদয়ের শোণিতের ধারা,
গড়ে ওঠে তিলে তিলে খয়েরি ফসিল,
সেখানে খেলার ছলে এঁকো না আঁচড়।
বিহারিণী, এঁকে দাও নব-জীব-তারা,
যেখানে গহন বন, আলোর অমিল।



শব্দ ব্যাখ্যা:
আশু > শীঘ্র, অবিলম্বে
আতশ > উত্তাপ অর্থে
থারি > অগভীর ছোট থালা বিশেষ
জীব-তারা > জীবন রূপ তারা


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)