আনমনা আঁচলের বর্ণীল ঝালরে-
জ্বেলে দেবো ঝলমলে জোছনার মায়া,
অঝোরে নামবে চোখে ঘুম-ঘোর ছায়া,
এঁকে দেব শেষ রেখা কম্পিত অধরে।
ডুবে যাবে এই রাত কুন্তল কেশরে,-
ভুলে যাবে স্বরলিপি চৈতালি পাপিয়া।
পথ-চাওয়া চোখে তার শেষ হবে ধেয়া,-
সপে দেবে আপনারে - তন্দ্রার চাদরে।


হোক না গো সে আমার সব শেষ রাত!
হোক সে ঘুমের পাশে শেষ বসে থাকা!
রূপকের মাসি-পিসি ঘুম দিয়ে যাক।
তুলে নিক শিশু আজ শেষ ধারাপাত,
ক্ষম তুমি এই রাত, ক্ষমা করো ধোঁকা,
তবুও এ ঘুম তার - পরিণতি পাক!


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)


শব্দ ব্যাখ্যাঃ
ঝালর > শাড়ির পাড়
কুন্তল > কানের পাশে নেমে আসা কেশ
ধেয়া > চিন্তা করা/ধেয়ান