যোগ সাধনা অভিন্ন; কানাই-বলাই,
উৎপাদকে ভর্তি খাতা; সদা অপনয়।
হিস্যা সমানে সমান, করো অভিনয়,-
নিক্তি হাতে সিদ্ধ ঋষী (মর্কট-গোঁসাই)।
খাদ্যে নিমগ্ন গোঁসাই; জনতা বিলাই;
সুরাহা চাইল জনে করিয়া বিনয়।
কেহ বলে ভুখে নাকি ধরা গদ্যময়!
বণ্টন হোক সুষম, এই মোরা চাই।


তরাজু ধরে মর্কট, কেবলি বাকিরা;
ফেরের ফেরে বিভ্রান্ত বিল্লি গোবেচারা।


রাজ্য জুড়ে পাল্লা-ফের; আগা-পাছ-তলা,
প্রভু দেখে চন্দ্র-বালা; আরাম-কেদারা,-
কভু চন্দ্র কভু রুটি - বিলাই বেচারা।
গোঁসাই-বিলাই খেলে, এই ভ্রান্তি খেলা।


শব্দ ব্যাখ্যা:
অপনয় > অপসারণ
বিলাই/বিল্লি > বিড়াল
মর্কট > বাঁদর
বাকিরা > অবশিষ্ট/ভাগশেষ
আগা-পাছ-তলা > আপাদমস্তক


( ফরাসী, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬ )