ইয়ারটা নিউ ভেবে ওড়াও ফানুস;
কাটা-ছেড়া প্রতীক্ষায় চকলেট কেক,
এ রাতেও খুন হ’লো সেই নালায়েক,-
শহরটা ভেসে গেল ছড়িয়ে জোলুস।
ফরাসী সুগন্ধী মনে করে উস-খুস,
পুরনো স্বপন হ’লো আবার রিমেক।
তোমার গলিতে কেউ দাঁড়িয়ে ক্ষণেক;
লম্বা শ্বাসে ভরে নেয় ক্লান্ত ফুসফুস।


নোনা ধরা জানালাটা দুনিয়া দেখায়;
দুনিয়া আমার নয় জানি সখা জানি,
জানালার পাশে বসে দেখে যায় ঠাঁয়,-
পুরনোটা পলে-পলে অতলে হারায়,
কত চাওয়া লেখা হয় নতুন খাতায়!
বেওয়ারিশ সড়কটা দেয় হাতছানি।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)