পর-সুখ দেখে কেন বিষে ভরো আঁখি!
ভাবছো সকলে দেবে জয়-জয়কার!
বুঝে দেখ তুমি আমি অভিন্ন আকার।
হাঁট যতো হেলে-দুলে হবে নাকো শিখী।
তর্কে বিতর্ক কেবল – দ্বন্দ্ব মুখো-মুখি,-
সীমা এঁকে ভ্রাতা-জনে গড়িছ প্রাকার,
এই তবে মহা-গুরু বাসনা সাকার!
দুধে নেয়ে কাক কভু হয় বক-পাখি!


অপরেরে ছোট করে বড় ভাব নিজে,-
ছাতাখানা খুলে মেলে ধরো পর-শিরে;
চেয়ে দেখ আপনারে আছো ধুলি-রজে।
পুচ্ছ কেটে দুর্বলের শিষ্য করো তারে,-
আদা-বনে ব্যাঘ্র নিজে ভাব কেন মিছে!
গুল-বাগে ফুল সবে - ভোমরা কি বাছে!


শব্দ ব্যাখ্যা:
প্রাকার > প্রাচীর


( মিলটনিক সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব-বিন্যাস: ৮+৬ )