আমি তোমাকেই বলি, ঠিক তোমাকে,
সেই সার-শূণ্য শব্দ, “হাওয়ার ব্যথা।”
অবাক হলে! কি সব বলছি অযথা!
যে আর্তি-ভারে হাওয়া চলে দিকে দিকে!-
যা বিষণ্ণ বিদ্রোহীর ফুসফুসে ঢুকে;-
বের হয় দীর্ঘশ্বাস, সব যেন বৃথা!
বলছি সে গুরুভার বাতাসেরি কথা,-
যা বিপ্লবীর ঘামের গন্ধ করে ফিকে!


এ হাওয়া সার-শূণ্য কেন বলি তারে?-
এ অসারতা শব্দের, অবদমনের,
স্বপ্নাবিষ্টে অপরাধী সেই বালকের,-
যে স্পর্ধা করে নির্বিঘ্ন বাঁচিবার তরে।
শ্বাস যদি ফুঁসে ওঠে, করে শব্দোদ্গার;
ব্যথা ঢাল দাবানলে, উল্মুক-অঙ্গারে।



শব্দ ব্যাখ্যা:
উল্মুক-অঙ্গার > আধপোড়া কাঠ/কয়লা


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬ )