কতদিন রবে তুমি জাতের চাদরে?
সময় এসেছে আজ খুলবে মুখোশ,
খুলে দেবে গায়ে মাখা জাত্য বালাপোশ,-
ছুঁড়ে দেবে পয়ঃ-জলে, দর্প অনাদরে।
জাতের তুষ্টি তোমার বাহির অন্দরে;
মানুষেরে ভাব নীচু, দেখাও আক্রোশ।
ব্রহ্মা-বাঁটোওয়ারা না করবে আপোশ-
সকলের অধিকার আছে দামোদরে।


জাতের আড়ালে ধরা ভাব দেবালয়!
উঁচু-নীচু, ভেদাভেদ, মানুষে মানুষ;-
বিভেদ মজায় লোট দখিনা মলয়!
বিচূর্ণ হবে ঔদ্ধত্য, জাতের কলুষ।
নামটি “মানুষ” নিয়ে, জাত্য পরিচয়!
জাতের ধ্বজা উড়িয়ে, ভ্রাতৃত্ব বিলয়!


শব্দ ব্যাখ্যা:
পয়ঃ-জলে > নর্দমার জলে
দামোদর > কৃষ্ণ


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬ )


সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তামিল নাড়ুর কুড্ডালোরের একটি ঘটনা যেখানে নির্বাচিত পঞ্চায়েত সভানেত্রী আদি দ্রাবিড়া সম্প্রদায়ভুক্ত নীচু জাতের হওয়াই পঞ্চায়েত সভায় তার ঠাই হয় মাটিতে। অথচ বাকি সকল সদস্য/সদস্যা উঁচু চেয়ারে বসেন। ভাইস প্রেসিডেন্ট তাকে বৈঠকের সভাপতিত্ব করতে দেয় না এবং পতাকাও উত্তোলন করতে দেয় না। ভাইস প্রেসিডেন্ট এখন ফেরার।