ইতিহাস ডেকে বলে, কে তুমি নবীন?
অবচিত নিশীথের শত গ্লানি নিয়ে;
কে তুমি ধবল চিতে আঁক শুভদিন?


পিশাচের কশাঘাতে প্রেরণা যুগিয়ে;
বারুদের গুড়া ভরে হৃদয়ের খতে;
কে তুমি ওঠাও স্বর ভূলোক নাচিয়ে!


ধুলি যেথা লহু লাল; কাঁটার আঘাতে-
(মৃত-প্রায় বিবেকের ঘন তমসায়);
আঁকছ পায়ের ছাপ ঘুণে ধরা প্রাতে!


বদলের সিপাহীর কোথা নাই ঠাঁই;
চিরদিন করে তারা ইতিহাসে বাস,-
মরে তারা বার বার বাঁচার নেশায়।


কে তুমি আঁধারে দাও আলোর প্রকাশ!
যুযুধান, তুমি হও নব ইতিহাস!



শব্দ ব্যাখ্যা:
অবচিত > অবক্ষয় অর্থে
যুযুধান > যুদ্ধরত


(টের্জা রিমা সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)