তুমি বিজয়িনী বঁধু, যাহা অতি সাধারণ, প্রচল স্মিতি তব অধরে,
কেন তবে ফিরে চাও, ত্যাগী চলিয়াছ যারে! দেখিয়াছি কত পরাভব!-
কেউ তো হারেনা কভু - এমন হার এ ভবে! ও প্রীতে হারিয়াছি যে হারে।


ভুল করিয়াছে মন; এই মন অপরাধী, - বিক্ষত এ দীর্ণ অনুভব,
বল বঁধু শুধিব কী? – এই ভুলের কাফ্ফারা! তওবা করি সহস্রবার-
তওবা এ মন থেকে, ভালবাসবো না আর! দ্বিতীয় বার নহে সম্ভব।


করিয়াছি মোনাজাত, একা, নির্জনে-নিভৃতে; - জ্বালিয়াছি দীপ মিলনের;
প্রেমে ভুলিয়াছি জগৎ শুধু চাহিয়াছি সঙ্গ; বল বঁধু, কাফ্ফারা কী হবে?
দেখিয়াছি পুষ্প-মেলা, প্রজাপতি গুঞ্জরনে এই মন হয়নি কাফের।


মানিলাম প্রিয়তমা, আমি ভালবাসিলাম; এ পোড়া ভালোবাসা কি তবে,-
আমারেই খুঁজে পাবে! এও মানিলাম বঁধু! - ও প্রীতে করিয়াছি জুলুম;
এ ভালোবাসা জুলুম যদি হয় - বল সখি, - এ জুলমি-র সাজা কী দেবে?


মনে রেখ অনুরাগী, বিশ্ব হোক যত বড়! ভুলিব দুনিয়া বেমালুম;
জ্বেলে দেব স্মৃতি-দীপ মম চিত্তে, ভুলিব না, - তোমার প্রণয় কুম-কুম।



(টের্জারিমা সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৮+১০)