পর্দার সামনে প্রাণ যতটা রঙিন;
পিছে ঠিক ততটাই কালো অন্ধকার,
সৃষ্টির পশ্চাতে ভাবা নিষেধ লঙ্ঘন,
দৃষ্টির অসীমে দেখা নেই অধিকার।


আকাশের পরে আছে অসীম আকাশ;
রহস্য কে ভেদ করে জানাটাও মানা।
গণিতের ফাঁকা সেট! করনি প্রকাশ,
আদেশ-নিষেধ আর মৃত্যু-পরওয়ানা।


“কেন” বলা অপরাধ, “কোথায়” বারণ,
প্রশ্নগুলো আসে মনে, মুখে বলা পাপ।
বিশ্বাস বাহিরে যেন – না করি চারণ;
পাখা মেলে উড়ে যাওয়া নীতির খেলাপ।


জীবনটা পেতে চায় আরেকটু সুর;
“আরেকটু সুর” বুঝি সেটাও কসুর।



(শেক্সপিয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)