ও মাঝি তুমি-
তরি বেয়ে ফেরো উজানে কখনো ভাটি,
বিকেল গড়িয়ে সন্ধে বেলায়
হিসেব কষো গণ্ডা-কড়াই
মুনাফা সুধু আঁধারখানিই খাঁটি।
কাজল কালো, টিকলি কালো,
কালো কেশ মনোহরা,
এতো কালোতেও মন ভোলে না
কালো নৌকা ছাড়া।
নৌক তোমার এখনো কি বেঁধে রাখো?
ঘাটে তরি সেই বেধে রাখে যার আছে ফিরিবার তাড়া।


(মাঝি বাইয়া যাও রে…)


ভাটিয়ালিতেই প্রমোদ তোমার
দিগন্তে চোখ রাখো,
জলের বুকেই চারণ তোমার
ছুঁয়ে দেখো নাতো।
মাঝি তুমি নাও বাঁধতে জানলেনা।
কালের ছোবলে-
শেওলা জমেছে জিউলা কাঠে,
গজালে ধরেছে জং,
কালো বাবরি সাদা হয়ে গেলো
ছাড়নি তবুও বাবরি দোলানো ঢং।
এখনো কি জোয়ার এলে,
পেশিবল হাতে কষে ধরো হাল?
ঝড়ের সমুখে চিতিয়ে ধরো বুক?
রক্তের প্রতি ফোটা কি এখনো যুদ্ধের খেলা খেলে?
হে মাল্লার!
তুমি সখির সাথে বাঁচতে জানলেনা।