মনে করো, একদিন সব ক্ষমা পাওয়া হয়ে যাবে,
এ হৃদয়ে অপরাধী- অবশেষ থাকবেনা আর,-
বলো দেখি সেদিন কে দাবি নিয়ে বলবে ‘আমার’?
কোথায় ফেরারি মন আপনার ঘর খুঁজে নেবে?
(কেউবা দিয়েছে ব্যথা মুখোশকে প্রামাণিক ভেবে,
কেউবা দিয়েছে সুখ- অবহেলা লুকিয়ে, আবার,-
কেউ এসে খেলে গেছে, বসিয়ে তাসের দরবার।)
সেদিনও কি নির্জনে ভীরু মন- পলাতক র’বে?


একবুক ক্ষমা নিয়ে যদি আসি প্রাণের খেলায়;
দেখে নিও পৃথিবীটা হয়ে যাবে একটাই দেশ,-
শত শত ভালোবাসা- মূলে র’বে একটা হৃদয়।
থাকবেনা অভিযোগ, অভিমান ভাঙাবার দায়,
মিলে যাবে বেঁচে আসা জীবনের জাবেদার শেষ,
আনিখিল প্রেম নিয়ে ফুটবে গোলাপ কুয়াশায়।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+১০)