কলির মাথা নিজেরে ভাবে, কল্প-তরু,
কর্ম সিদ্ধে উচ্ছ্বসিত; ভাবনাতে ভোলা,
খর্জূর গাছে চড়িয়া দেখে কচ্ছা খোলা!
ওঝার ব্যাটা কলির লেশে বনগরু।
থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় শুরু-
বিস্ময়োত্‌-ফুল্লতায় তেলে-জলে খেলা,
চিত্রগুপ্ত-খাতাখানি সদা থাকে মেলা।
যত ভয় তত জয়! – নমস্কার গুরু!


এই কি তব কীর্তন! জগত্ সংসারে!
পদতলে শতদল, শঠতা মননে!
জননী আননে মসি আঁক অনাচারে,
ভাই-ভাই বিহননে অর্ঘ্য দশাননে।
সদানন্দে কর্ম যজ্ঞ; ভাব, সিদ্ধি পরে,
বিশ্বলয়ে সর্বনাশা ডাকিছ অজ্ঞানে।


শব্দ ব্যাখ্যা:
কল্প-তরু – সকল মন-বাঞ্ছা পূর্ণকারী বৃক্ষ
কচ্ছা – কাছা
থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় – একই বিষয়ের পুনরাবৃত্তি বারবার
চিত্রগুপ্ত – পাপ-পূণ্যের হিসাব রক্ষক  (কিরামান-কাতেবীন)


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬ )