ঘুণে ধরা সময়ের শেষ পেয়ালায়,-
শেষের চুমুক দিতে প্রাণ বেঁধে থাকা;
ওপারের আকাশটা ধোঁয়াশায় ঢাঁকা,
আরেকটু বাঁচা সে কি - মায়া! নাকি ভয়?
বিদায়ের ধ্রুব ছবি আদিম শিলায়,-
ঐশী তুলির মোচে সযতনে আঁকা,
তবুও কিসের আশে সাজাই অলকা,-
বাসনার কারুকাজ চোখের তারায়?


কৃত অপরাধ বোধে কেউ বা পালায়;
(সাঁঝের প্রভায় জাগে মরণের ত্রাস)
কেউ বা বাঁচতে চায় মোহ-মদিরায়!
দিনে দিনে ব্যয় করা হিসেবের শ্বাস,
কোথাও না বাড়ে কভু কোথা নাই ক্ষয়;
কেন তবে অসীমের অমরতা আশ!



শব্দ ব্যাখ্যাঃ
মোচ > কলমের নিব, কচ
ঐশী > ঈশ্বর থেকে প্রাপ্ত
অলকা > কুবেরের পুরী


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)