দরজা জানালা বন্ধ, - সূর্য ওঠে রোজ,
উবু হয়ে পড়ে থাকে কালো মাখা আলো;
অপার হতাশা বলে- “জ্বালো অগ্নি জ্বালো।”
নোলা-খানা সিক্ত হলে; কে রেখেছে খোঁজ!
পচা রক্তে হর-রোজ সকালের ভোজ;
মাংস ছেড়া বুনো দন্ত সদা ঝলো-মলো;
আর্শিটা সামনে পেলে; পরিপাটি ভালো,-
সুবাসে কুবাস ঢেকে - কমলে সরোজ।


শুকনো রোটিকা দোলে দিক-সীমানায়;
নিতুই তাসের দান গোবেচারা ভালে;
বার-বার শুচি হয়ে - স্বপন সাজায়।
কচলিয়ে একাকার - জল আর তেলে;
পাশব তামাশা যতো মুখোশে লুকায়,-
তৃষাতুর প্রজা দেখে, ভিস্তি, ভরা জলে।


শব্দ ব্যাখ্যা:
কমল > জল
সরোজ > পদ্মফুল
তাসের দান > ধাপ্পাবাজি
দিক-সীমানা > দিগন্ত
ভিস্তি > মশক (জল বহনের জন্য চামড়ার থলি)


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)