সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ১ম পর্ব



কী রঙ দেব হৃদয়ে, রক্ত ক্ষরা পূর্বে!
কী লিখবো অসমাপ্ত গল্প শিরোনাম!
ক্ষণে ক্ষণে আসে যার মৃত্যু পয়গাম;
পাপ-পুণ্য খতিয়ানে কোন্ দণ্ড দেবে!
যা ছিল আমার কথা কি আর শুনবে!-
ভূমিকায় যবনিকা আমার ইনাম।
ভাঙ্গা দাঁড়, ভাঙ্গা তরি, মাঝি বদনাম,
অথই দরিয়া বাকি, কেমনে পাড়িবে!


তর্কে বিতর্ক বাড়ায়, উত্তরে জিজ্ঞাসা;
ভাবনায় যার ছায়া, কী দেখবো চোখে!
শুঁড়িখানা গৃহ তবু; - অতৃপ্ত পিপাসা।
জীবন দাঁড়িয়ে থাকে, ঠাঁয় চেয়ে দেখে;
মুহূর্মুহু মৃত্যু-খাতে এই ডোবা-ভাসা,-
পড়ে আছি বেলাভূমে; সাগর সমুখে।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)