এক আলো আঁধারির সন্ধিক্ষণে
জীবন গুটিয়ে নেয় দিনের হিসেব,
শুরু হয় অতীতের খেলা।
আমার চারপাশে তার ছায়া,
সে যে অধরা, মন বোঝে না।
জানালার ফাঁক গলে তৃষিত চোখ মেলি জোছনায়,
নিকষ কালো অন্ধকার ভেদি
আমার জ্যোতি পৌছায়না।
দিন শেষে জমে ওঠে তারাদের সভা।
তারে খুঁজিবারে উর্দ্ধে দু-চোখ পাতি,
নেমে আসে ব্যর্থ নোনাজল।
চেতনা কাড়ে রাত্রির শব্দ; সবশেষে,
ভোরের হাওয়া বয়ে আনে নিশাচরের ঘুম,
সে চলে যায় দূরে, আরও দূরে….
রক্তের স্রোতে ভেসে ধমনীর শেষ প্রান্তে।
সে নিয়ে গেছে শরতের ঝলমলে রোদ, কাশের শুভ্রতা;
রেখে গেছে উত্তাপ জ্বলে পুড়ে মরিবার।
তবুও ভালোবাসা, হায়! ভালোবাসা!
তারে এক জীবনের কান্না করেছি দান,
শুকনো নদীর পিপাসা কি অশ্রুজলে মেটে!
ছলনা সে করেনি, প্রতারক আমিও নয়,
পৃথিবীর আবর্তে কোথাও মিলেছি দুজনে,
মনের হিসেব কি পৃথিবী রাখে!
সে আঙুল তুলে দেখিয়ে দেয় আমার লিবাস।
বন্ধন বিতাড়িত পথিক আমি,
হেঁটে যায় অবিরত প্রহর থেকে প্রহরে।