চল্ দেখি মন
         প্রভাত যখন
রবিরে করিব মানা।
         বঁধুয়া আমার অভিমানী বড়
কেঁদে কেঁদে ঘুম
         করিয়াছে জড়ো,
দেয়নাকো যেন
        রাত ফুরোবার তানা।


শব্দ ব্যাখ্যাঃ
তানা – তাগাদা অর্থে, বিদ্রূপ (হিন্দি)