নির্বাপিত যে হৃদয় মেডিসিনে বাঁচে;
নোনা ধরা কালশিটে আষ্টে-পৃষ্ঠে যত,
হয়তো এখনো বাকি আরো কিছু ক্ষত,
অবতল সিগন্যাল চশমার কাঁচে।
শেষ ছায়ে আলগোছে গোধূলির আঁচে;
লিখে যায় শিলালিপি বেহায়ার মতো।
এলোমেলো তোলপাড় নিউরনে যতো;
পড়ে থাকে হৃদয়ের আনাচে-কানাচে।


পুরনো রুটের বাস, একই ঠিকানা,
এক জামা জুতো আর একই সুরমা।
বদলেছে পথ-ঘাট, নতুন জামানা;
নতুন-পুরনো মাঝে আমার চশমা।
আকাশটা শামিয়ানা চক্রবালে টানা;
তার তলে মধুরিকা হারায় মঞ্জিমা।


শব্দ ব্যাখ্যা:
চক্রবাল > দিগন্ত
মধুরিকা > মৌরি জাতীয় শস্য
মঞ্জিমা > শোভা


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)