ছিন্ন আমার আত্মার সুতো, আছি দাঁড়িয়ে দুর্যোগে,
আমার পাশে দাঁড়াবে তুমি; কতটুকু প্রতিবাদে!
কতটা লজ্জা উলঙ্গ হয়ে প্রাণ দেবে অপবাদে!
কত সত্য চিতায় উঠলে - উঠবে আবার জেগে!
দেখ, দুধের শিশুটি জাগে, প্রভাত হবার আগে,-
ভবিষ্যতকে মুঠোয় পুরে নটরাজের উন্মাদে।
জাহেলিয়াতের ডঙ্কা বাজে নিদারুণ অনু-নাদে;
নট-ভৈরবে নাচিলে বন্ধু! যাতনা কেবল ভাগে!


আমার কাফনে মুড়ে দেব; তোমার হাসির শব্দ,
আমার চিতার শিখা দিয়ে; পোড়াবো তোমার ঘর,
নির্মমতার আতুরাশ্রম জ্বলবে শত-শতাব্দ।
বোনের লজ্জা মেখেছি গায়ে - করবো না আর ডর,
কত মৃত্যুকে ঠকাবে তুমি! কত সততাকে জব্দ!
ভায়ের লাশটি কাঁধে নিয়ে; আকাশে তুলবো স্বর।


শব্দ ব্যাখ্যা:
নটরাজ > শিব, মহাদেব
জাহেলিয়াত > বর্বরতার যুগ
নট-ভৈরব > নট ও ভৈরব রাগের মিশ্রণে সৃষ্ট (নট>মঞ্চস্থ নৃত্য)


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ১০+৮