শখে চাইলাম প্রাণ - মতলবি ভবে,
স্বীয় শ্রেষ্ঠত্ব জাহিরে আদিম নেশায়,-
নিঃস্বের প্রাণে কে যেন জীবন পশায়,
রণ-বিনে এ-মর্ত্যে কে মরেছিল কবে!
মোহ-জালে মশ-হুর গৌরব-বৈভবে!-
নিখিল শূন্যে বসতি বাঁধি কি আশায়!
ভুলি পূর্ব অঙ্গীকার; মাতি তামাশায়,
নব-রাগে জেগে উঠি আহির-ভৈরবে।


প্রাণে যদি পশে দিলে জীবন-পীযূষ;
কেন তাহে পরশিলে মোহ-প্রীতি দান!
জীবন কাশমোকাশে জড়িত মানুষ।
ভুলিয়াছি সেই দিন; মুনাফেক মন!
তনু-মনে মাখিয়াছি কালের কলুষ,
ভুলিয়াছি আলো-দীপ্ত কিতাব নিদান।


শব্দ ব্যাখ্যা:
মশ-হুর > নামজাদা, বিখ্যাত
আহির-ভৈরব > সংগীতের প্রাতঃকালীন রাগ বিশেষ
পীযূষ > অমৃত
জড়িত > বিভ্রান্ত, Confused
নিদান > সারকথা


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব-বিন্যাস: ৮+৬ )