অনাহুত প্রীতি-ডোরে না কাঁদিলাম আমি, না তুমি,
তবু না পেলাম কেউ - শমগুণ ঘুম-ঘোর নিশা;
কাননে ফুটিল কলি, -সময়ে! নাকি বেমরশুমি!
লভিয়াছি চিরসঙ্গ; অথচ, সমর্থন ধোঁয়াশা।


আলো-ছায়া খেলা ছিল, অথচ, ছিল না বিচ্ছিন্নতা,
ঘৃণা ছিল আঁখি-পটে, ছিল অবহেলা, অভিমান,-
যে-জন হারাবে আজ; তাহার পরিপূর্ণ সে খাতা,
সে চোখে সবই ছিল, লিখিত ছিল না বেইমান।


তব অঞ্জনিকা-তলে; মিহি সুরমা, যেন কিঞ্জল,
যে অলি হ’লো রঞ্জিত; সে অপাঙক্তেয় হ’লো জানা।
শেষ আদাবে ও চোখে ছিল স্ব-লিখিত গজল;
যে গজল কখনও মেহফিলে গাওয়া হ’লো না।


শোন নির্ঝরিণী শোন, ও ধারা-জলে করিব স্নান-
নিশি-দিন, চিরকাল, এ শূন্যতা স্নিগ্ধ অনুদান।


শব্দ ব্যাখ্যা:
শমগুণ > মানসিক শান্তি
কিঞ্জল > পরাগ


( শেক্সপিয়ারীয়, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব-বিন্যাস: ৮+১০ )