আজি উদিল প্রমোদ পশ্চিম গগনে;
ধুয়ে দিতে যত অঘ, কল্মষ মানসে।
এসো হে আদম কুল! এমন লগনে;
নির্মল করো চেতনা, থেকো না তমসে।


আখ্যান-এ-ইব্রাহীম দীক্ষে আমাদেরে,-
কভু যদি ভালোবাসো সেই রহমানে;
কুরবানী করো প্রেম ঐশী প্রেমো তরে।
শত গুনা ত্যাগী সাজো পুণ্য আভরণে।


কাড়িয়াছ হক শত, কুড়িয়েছ পাপ,
সারা জীবন যাপিত অনিষ্ট করণে।
বলির ছলনে করো মুখোশ নিষ্পাপ!
অধিকার নেই তব, নির্দোষ মারণে।


পাপ যদি রবে মনে, কেন অকারণ,
করো আল্লাহর নাম, হত্যায় স্মরণ।


( শেকসপিয়ারীয় সনেট,
  পর্ব বিন্যাস: ৮+৬=১৪
  অন্ত্যমিল: কখকখ : গঘগঘ : ঙচঙচ :: ছছ )