লাস্ট ট্রেনে ঘরে ফেরা মাইতি দা’র চা;
দিন শেষে টেনে নেয়া শেষ নিকোটিন,
জীবন আমায় দেখে গোটায় আস্তিন;
স্যাঁতসেঁতে এঁদো ঘরে, মরে-মরে বাঁচা।
দারুর নেশায় কবে চলে গেছে পচা;
ভালবাসা আজ তার শ্মশানে বিলীন,
কাগজে থাকতো যদি দু’কাঠা জমিন;
উড়ে যেতো একসাথে ভেঙে দিয়ে খাঁচা।


কবিতার গায়ে মাখা বিবর্ণ আকাশ,
বিছানা চাদরে লেগে অবসাদ আর,-
ডাস্টবিনে মুসাবিদা না-মেলা হিসাব।
ভবঘুরে পা দু’খানা করছে তালাশ,
পচু লাল, ফিরে ফিরে আসে বারবার;
গণ্ডি এঁকে পৃথিবীতে চাইছে জবাব।


শব্দ ব্যাখ্যা:
মুসাবিদা > খসড়া


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)