বাঁচার স্বপন যদি দেখে দুটি চোখ;
হয়তো পুড়িয়ে দেবে শ্রাবণের ধারা,
তুষার শীতল হবে দু’চোখের তারা,-
তবুও একটা শুরু - শেষ বার হোক।


বিষাদিত তিমিরের পাখোয়াজী শ্লোক,
সম-তানে বাজে যদি স্মৃতির নাকারা;
হয়তো বিরোধী হবে কালের তেহারা
বিবাদী তুমিও আজ দেখুক ভূ-লোক।


সর্বগ্রাসী বহ্নি-শিখা জ্বলে অনির্বাণ,
তবুও শুরুটা হোক, হোক পরিত্রাণ!


চাঁদ যদি ঢেকে যায় ঘোর তমসায়;
জোনাকিরা নিয়ে আসে আলোকের ডালা।
আতশী পথের ধুলা, প্রখর বেলায়;
তা বলে কি থেমে যায়! সব পথ চলা!



শব্দ ব্যাখ্যাঃ
পাখোয়াজ > চর্ম নির্মিত ঢোলক
কালের তেহারা > সময়ের তিন অবস্থা অর্থে (অতীত, বর্তমান ও ভবিষ্যৎ)


(ফরাসী সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)