হৃদয়ের প্রতি কম্পনে-
উঠতো যাদের নামের জিকির;
কাগজের গোলাপে তারা দিয়েছে বিদায়,
সে গোলাপ গন্ধ ছড়ায় না, মুর্ছাও যায় না,
উপসংহারে দেখি, - ভূমিকা মিথ্যে।


তুমি ঘুমাও, আমি জেগে থাকি সারারাত,
পার্থক্য শুধু, আমার জাগরণে
এখন আর কেউ চমকে ওঠে না।


ঝুল বারান্দায় দাঁড়িযে নিচের দিকে ফেলা থুথু যখন-
প্রাসের গতিতে ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে;
তখন একটা পরিতৃপ্তির উপলব্ধি জাগে মনে,
একটা শান্তি, একটা স্বস্তি, মনে হয়,
পৃথিবীর গায়ে থুথু দিয়ে প্রতিশোধ নিলাম;
এ আমার জন্মের প্রতিশোধ।


হে খোদা, জাহান্নামে আমার জন্য বৃষ্টি রেখ,
আগুন তো শুধু দেহ পোড়াবে, আমি চায়,-
অন্তরও পুড়ে ছাই হয়ে যাক।