নেশার খোয়ারি ভাঙ্গে ভোরের পাহাড়,
সানতালি নব-প্রাতঃ নতুন পাতায়।
অলচিকি কারিকা’র প্রণয়-দোলায়,-
নবীন খোঁপায় হাসে ফাগুন-বাহার।
বাহা’র শকটে চড়ে নিয়ে উপহার,-
সুখের দেবতা নামে, ছনের চালায়।
মাটির সুবাস ভরা ঘরের দাওয়ায়,-
ইতিহাস, আলপনা এঁকে যায় তার।


ব্রিটিশ বিরোধী কভু, তেভাগা, নাচোল,
সিধু, কানু, ফুলমনি করেনি আপোষ,
কালের খাতায় তারা সজীব, শ্যামল।
সানতালি গাঁয়ে আসে এখনো প্রদোষ,
সে আঁধার ভেদি তবু ফোটে শতদল,
মলিন বদনে তবু - খুশির পরশ।


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)


শব্দ ব্যাখ্যাঃ
সানতালি > সাঁওতালি (সাঁওতালিরা নিজেদের সানতালি বলে থাকে)
অলচিকি > সাঁওতালি ভাষার লিপির নাম
কারিকা > ছন্দোবদ্ধ বহু অর্থবোধক কবিতা
বাহা > সাঁওতালিদের একটি বড় পার্বণ