বেলটের রাজনীতি, সাম্য আন্দোলন;-
পারেনি করতে আজো নিয়তি বদল,
দিশাহারা তুলে নেয় - মিথ্যা প্রলোভন।


এখনো ফ্যাকাসে থাকে স্বপ্নের আদল;
ঢেকে যায় কুয়াশায় ঝলমলে রোদ,
গ্রাস করে স্বাধীনতা আঁধার অতল।


দ্রোহ নিয়ে কবি রচে আপন গারদ,
এ শহর গায়ে মাখে ঘুমের চাদর,
এখনো অবাধে হাঁটে আরণ্য শ্বাপদ।


এখনো শঙ্কিত থাকে মায়ের আদর,
রাজপথ মুখরিত দাবি অনাদায়;
অধিকারে শুধু শুধু প্রাণ অকাতর।


চারিপাশ সমাকীর্ণ শঠতার খাই;
আবার সময় হ’লো “স্বাধীনতা চাই”।


(টের্জা রিমা সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)