আলোর তিয়াসে বহ্নি জ্বেলেছো জৌলুসে,
জানোনা বিধির নর্ম! ধূপের আগুন,-
পোড়াতেও পারে সর্ব সুখের ফাগুন!
প্রমিত খর্ব করছো কিসের বিশ্বাসে?
ভরসা তোমার পূর্ণ- ভূতের আশ্বাসে,
সুখের বসনে তাপ্পি দুঃখের দিগুন।
কেবল পুষ্প-বাগেই ফোটেনা প্রসূন!-
পথ-প্রান্তরে ফোটে সে আপন উচ্ছ্বাসে।


কখনো জীবন বন্দি সোনার শৃঙ্খলে,
ডানা ঝাপটানো মুক্তি কাতরে কুণ্ঠিত!
সহজ সুখের তৃপ্তি পণ্ড মন ভুলে।
মানা না মানার সন্ধি নিয়ত সজ্জিত;
বাঁচতে জানোনা বিশ্বে দিব্যি প্রাণ খুলে-
ভেতরে-ভেতরে স্পষ্ট কোথাও লজ্জিত।


শব্দ ব্যাখ্যাঃ
নর্ম > খেলা
প্রমিত > নিশ্চিত


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)