স্বচ্ছ তটিনীর স্নিগ্ধ অমিয় ধারায়;
উন্মগ্ন ডুবুরি, লাল পদ্ম সরোবর,
টিকিপানচিল আর বলাকা ডানায়;
ঐ রূপ নিহারি আমি মরি বারেবার।


কূল-প্লাবী ঢেউ যত ভাসাক দুকূল,
ঘূর্ণির আবর্ত থেকে ছিনিয়ে আনবো;
তোমারি খুইয়ে আসা দর্পী নাকফুল।
সত্য জয়ের নিশান পুনর গাড়িব।


যতবধি হরণিবে জনকনন্দিনী;
চিত্রকূটে র’বো আমি বোধিব লঙ্কেশ।
প্রেমিকের ধ্যানে তুমি অমলিন রানী,
বীজে বীজে ঘটে যাবে তোমার প্রবেশ।


ও রূপের ঝলকানি আনিব আবার;
বিপ্লবী আন্দোলনে স্লোগান আমার।


( শেক্সপিয়ারীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখকখ : গঘগঘ : ঙচঙচ : ছছ )