(১০৮)
বল্লভী লেনের রাস্তা, মেঘের জমাট,
কাদা-জলে ভেজা মোর ছপছপে জুতা,
চায়ের চালায় শেষ বরষার ছাট,
পুলকে বিভোর থাকে জলে ভেজা পাতা।


ঘড়ির দোকানে আজো ক্যালেন্ডার রাখা;
বছর বছর জুড়ে জানুয়ারি মাস,-
কত পাখি ঝেড়ে ফেলে পুরাতন পাখা;
জরি রায় গায়ে তার নতুন সুবাস।


সেলফোনে কড়া নাড়া পুরাতন প্রেম;
দম ধরা এক কোণে একটু জীবন।
“কুয়াশা যখন” গায় “ইটস্ এ গেম,,,”
পরাজিত তাই পাপী; আহা!-রে ভূবন!


বল্লভী লেন আজও নাড়ছে আঙুল;
যে পথিক হেঁটেছিল পথ করে ভুল।


(১০৯)
ধুলোর মলাট মাখা জানালার শাসি;
আঙুলে আঁচড় কেটে হিজিবিজি লেখা,
ধারা-জলে ধুয়ে যায় বলে ভাই আসি,-
হিজিবিজি মুছে দিতে ফের হবে দেখা।


সকালের এক কাপ জেগে থাকা রাত,-
চিনি-দুধে নেড়ে-চেড়ে তোমায় দিলাম,
নিয়ন নিভেছে দেখ হয়েছে প্রভাত,
জরি রায় উঠেছ কি? বেজেছে এ্যালার্ম?


এই দেখ! আবারও, - ভুলে গেছি ছাতা,
বরষা বিরামহীন কেবল ভেজায়।
পারবে কি জরি রায়? ছিঁড়ে ফেলে সুতা;-
ছাতা ভুলে একদিন হাঁটতে রাস্তায়!


তুমি-আমি প্যারালাল, ভুলের সখ্যতা,
ছপছপে প্রতিদিন আমাদের জুতা।



(শেক্সপিয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)