বেদনার ক্যানভাসে স্মৃতির কোলাজ,
স্বপ্নাবিষ্ট তরুলতা লুটায় কোরক,-
পাথরের বুকে আঁকি স্বপ্নের ক্ষোরাক।
হে জীবন, স্বস্তি দাও, রাখ মোর লাজ।
সঙ্গিহীন, কুহেলিকা খুলে দেয় রাজ,
হে ললাট চিত্রকর, আদিম চিত্রক,
পরাভূত আজ দেখ তোমার নরক!
ঝলসানো রুহ্ আজ তুলছে আওয়াজ।


লোহার গরাদে রেখে আমার দু’হাত;
মুক্তি আর চাইবো না, ফাঁসি হয়ে যাক!
জীবনের বিকিকিনি; বাহ! কেয়া বাত্!
করোটিতে যদিও বা গজায় ছত্রাক;
ঢেলে দেয় যত জল নায়াগ্রা প্রপাত;
বদ্ধ র’বে মুষ্টি, প্রশ্ন, - র’বে আলবাত!



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)