কবিতাঃ এলাকার বড় ভাই
মোঃ পারভেজ আলম মাফুজ


এই এলাকার বড় ভাই আমি
শক্তি আমার বেজায় বেশি,
মশা-মাছি ভয় মরে
শুনলে আমার কন্ঠের কাশি।


দোকানদার বিল চায় না ভয়ে
যা ইচ্ছে হয় তাই খাই,
আমার নামে বাকীর খাতায়
দলিল তথা পৃষ্ঠাই নাই।


ভাই-ব্রাদার যত আছে গ্রামে
সবার হই আমি ভাই,
আমার উপর ক্ষমতাবান
এই এলাকায় একটিও নাই ৷


আমার কত লোকজন আছে
বাবা মা কি তা জানে?
আমি যেন দেশ ছেড়ে যাই
এই দোয়া শুধু  তাদের প্রানে।


পাড়ার যত মেয়ে ছাত্রী
সবাই আমায় চেনে,
মুখ ঘুরিয়ে দাঁড়ায় ওরা
রাস্তায় আমি আসবো জেনে।


কে কি আর করবে আমায়
ক্ষমতা আমার জানেই তো কত,
আমার মতো বড় ভাইরাই মরে
রাস্তায় পড়ে কত শত।।