নিশাকালে জাগরণে
ছড়াও প্রমোদ জনে জনে,
তোমার ও সুর আছে
মধু বিলাও কত প্রাণে।


নিশিকন্যা তুমি কি করে গো
এতো দরদ রাখো সেথায়?
কত সারথি বাসা বাঁধে
তুমি ওদের রাখো কোথায়?


তোমার ও তো সুখ বিলাপ
জানি আমি সবই আছে,
কেউ যায় কিনতে সুখ, আবার
কেউ শুধু ভোগ বিলাসে।


তোমারও যে দুঃখ কত সব
চাপা পড়ে রাতের আঁধারে,
কার বুকে  মুখ লুকিয়ে
সাময়িকের সুখ সাগরে।


সবাই শুধু ভাবে বিদ্রুপ মন্দ
করে সবাই রং তামাশা,
তুমি দেখো প্রতি ভোরে
সন্ধ্যা কালীন ঘোর অমানিশা।