কবিতাঃ মায়ের ভাষার মান
মোঃ পারভেজ আলম মাফুজ
---------***-------


ভাষার জন্য জান দিয়েছি, প্রাণ দিয়েছি
আর দিয়েছি রক্ত ভরা নদী,
আবার আমি দিবো সর্ব আমার
ফের যুদ্ধ করতে হয় যদি।


মায়ের মুখের ডাক এনেছি বাক এনেছি
রেখেছি মায়ের অমূল্য সম্মান,
পণ করেছি বাজি ধরে ক্ষুদ্র জীবন
এই সম্মান রাখবো চির অম্লান।


জন্ম থেকে বলতে শুনছি, শুনতে পেয়েছি
মায়ের মুখের এই ভাষায়,
হেসে খেলে কাটাবো ভুবন তরী
জীবন গড়ি এই আশায়।


মাতৃভাষা তো মায়ের ভাষাই  হবে সবার
সন্দেহ কি আছে আর তাতে?
খুব সুখে তো দিন কেটেছিল
কৃষিময় জীবন মাছে আর ভাতে।  


এখন কত ভাষার এলো বাংলার মাটিতে
কয়জনে তা বলেন বুঝে ?
কত ভাষা এলো গেলো কিন্তু
সবখানে বাঙ্গালী তার মায়ের ভাষাই খুঁজে।