কবিতাঃ কে এনেছে দুর্ভিক্ষ
মোঃ পারভেজ আলম মাফুজ


আবার এলো দুর্ভিক্ষ দেশে
কুড়িয়ে নিতে সব,
চারদিকে এখন আকাশে বাতাসে
অনাহারীর করুণ কলরব।


নীরবে নিভৃতে কাঁদে আত্না
দু'বেলা জোটে না আহার,
কতিপয় কিছু কুচক্রী লোক
অট্টালিকার গড়ছে পাহাড়।


টাকা নাই খাবার নাই
বাজারজাত করা বন্ধ,
কালো টাকায় ভর্তি গদি
সিন্ডিকেটের লাগানো দন্ধ।


চাল বেড়েছে, ডাল বেড়েছে
তেলের কথা বলবো আর কি?
শাকসবজি খাওয়ার উপায় নাই
দূরে থাক পোলাও কিংবা ঘি।


হাজার টাকার নোট দিয়ে
হয়না ভর্তি ছোট থলে,
পেঁয়াজের কথা হলে মনে
চোখের পানি এমনি গলে।


দেশের মানুষ মরবে আবার
খেতে না পেরে করে গড়াগড়ি,
মানুষের তৈরী দুর্ভিক্ষের বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা করো তাড়াতাড়ি।।