কবিতাঃ দোষের দায় কার
মোঃ পারভেজ আলম মাফুজ


নদীর ধারে, বাঁশের ঝাড়ে
বাতাসে ওড়ে টাকা,
দিনমজুর যে এক বেলা খায়
তাহার পকেট ফাঁকা।


দেশে নাকি গরিবই নাই
বেসামাল হলেও কথা ঠিক,
টাকার বাতাসে ধাক্কা খেয়ে
ক্যামেরা হারালো সঠিক  দিক।


হায়রে এখন কত টাকা
যায় না গুনা দশ হাতে,
সত্যিকার যে দেশের সৈনিক
মরছে নিত্য বিনা ভাতে।


দশ টাকার কিনে পন্য
মিটিয়ে দিই সঠিক কর,
আমার টাকা করলো যে হজম
জোর দিয়ে ওর গলা চেপে ধর।


আর কত চুষবে ওরা
অসহায়ের রক্ত ঝরানে আয়,
সবাই শুধু ধ্বংসের নায়ক
কিন্তু কে নিবে এই দোষের দায়??