নিদ কুমারী, নিদের রানী, তন্দ্রা ঘেরা গা
ঘুম আসে না, তাইতো বলি ঘুম পারিয়ে যা ।
কুসুম কুসুম শীতের দেশে, নিদ কুমারী হাওয়ার বেশে
মেঘের ভেলায় ভাসিয়ে এসে, ঘুম পারিয়ে যা ।


চন্দ্রমুখী, নাম না জানি, বেখেয়ালি তাই
সারাদিনের ক্লান্তি, কষে ঘুমের নাগাল চাই,
মিটমিটিয়ে হাসছিস জানি, কাণ্ড দেখে ভাই
মাথার উপর বালিশ দিয়ে, ঘুম ধরাতে চাই ।


নাকের ডগায় সুরসুরি আজ, বিষণ্ণতায় কাটছেনা রাত
ঘুম না এলে মায়াজালে, কেমনে পাবো নতুন প্রভাত


সাগর সেঁচে মুক্ত দেব সাথে চাঁদের হাসি
সকাল বেলার শিশির ভেজা গোলাপ রাশি রাশি


পাটিসাপটা, ভাপাপিঠা আর রসমালায় দেব
বিনিময়ে স্বপ্নমাখা একটু ঘুম নেব ।


ঘুম পারিয়ে দে না আজ, স্বপ্ন দেশে করব রাজ
পরীর সাথে ঘুরব আজি, মাথায় পরে রঙিন তাজ।