পদ্মা নদীর আঁকে বাঁকে,
রোজ বিকেলে দেখি তোকে।
গোধূলি রাঙ্গা মেঘের আলোয়,
মুখখানি তোর অমলিন লাগে।
একটুখানি ফুরসত পেলে,
চলে আসি পদ্মার পাড়ে
তোর মুখেরই প্রতিচ্ছবি
ভেসে উঠে নদীর বুকে।
সেও যেন রোজ প্রতিদিনিই
তোর নামেতে জপ করে।
ভাবিসনে শুধু আমি একা
অপেক্ষায় থাকি তোর পানে
এখন থেকে রোজ বিকেলে
আমার সাথে পদ্মা থাকে।