জীবন আজ অর্থহীন যাপিত সংমিশ্রণ
মাথার উপর উত্তপ্ত সূর্য, পদতলে কংক্রিট
হোঁচটের প্রতীক্ষায় প্রতীক্ষিত জীবনে
ভয়, হতাশায় কম্পিত লাল যকৃত ।


লালসায় নিমজ্জিত চিত্তে কামনার বাসা
দেবদারু গন্ধে আবার বাঁচিবার আশা
সীমাহীন ছন্দহিন গৌড়কুলের বায়ু
রাগ নন্দিত ছন্দে আনন্দ ঠাসা ।


শহীদ বিদ্বেষী মন সাম্যের প্রতীক
লড়াকু সৈনিক ত্যাগে কুণ্ঠিত রাশি
মৃত্যুবাণ হস্তগত শত্রুর ক্রোড়ে
চারিদিকে কুৎসিত হায়েনার হাসি ।


মৃত্যুর দুয়ারে আজি প্রসন্ন চিত্তে
মাগি দোয়া সবারে নিজের কৃতিত্তে
ভয় নাহি, ভয় নাহি এত মৃত্যু নহে
অবশেষে অমর হইব সবার নিমিত্তে ।